আল এমরান মাগুরা জেলা প্রতিনিধি
বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে মাগুরা জেলাতেও অসচ্ছল, দরিদ্র ও প্রান্তিক কৃষকদের ধান কেটে ঘরে তোলার সহযোগীতা করছে জেলা ছাত্রলীগের কর্মীরা।
গত (২মে)মঙ্গলবারথেকে শুরু করা কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়া কর্মসূচি বাস্তবায়নে প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলায় এ কর্মসূচি পালনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।
মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক "মোঃ হামিদুল ইসলামের" নেতৃত্বে মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়নের কৃষকের ৩ বিঘা, শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের ৩ বিঘা, ও মঘি ইউনিয়নের ২ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক "মোঃ হামিদুল ইসলাম" জানান, যে কোনো প্রতিকুল আবহাওয়ার কৃষকের মাঠে পাকা ধান বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। দূর্যোগপূর্ণ আবহাওয়ার আগেই কৃষকরা যেন তাদের সোনার ফসল ঘরে তুলতে পারে সে লক্ষে কেন্দ্রীভাবে এ কর্মসূচি গ্রহন করা হয়েছে। অসচ্ছল ও দরিদ্র কৃষকেরা যথাসময়ে দিনমুজুর দিয়ে ধান কাটতে না পারায় দুশ্চিন্তায় ছিলেন। তাই কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে এই সকল প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছি।