প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ৭:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৩, ৫:৩১ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৩৪

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যুরো প্রধান
জেলার আখাউড়ায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় ৩৪ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মূল আসামিদেরকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতরা হলো হৃদয় (২৫), রুবেল ভূঁইয়া (৪৫), মমিন ভূঁইয়া (৪৩), মঙ্গল মিয়া (৬৩), বাবু (২৫), সোহাগ রানা প্রকাশ বশির (৪২), পারভেজ (৩৮), রুহুল আমিন (২৯), ইয়াসিন সরকার (৩৮), জালু মিয়া (৪৪), সোলেমান (৪০), ইব্রাহিম (৪৫), আউয়াল মিয়া (৫০), আমির খা (৩৫), সবুজ খন্দকার (৩৫), মাসুদ (৩২), আমিনুল ইসলাম (৩২), ওয়াসিম (৩৫), দিপু চৌধুরী (২৩), মামুন মিয়া (২৯), ইকবাল হোসেন, সাইফুল ইসলাম (২৪), রাজ্জাক মিয়া (৪০), ইউনুস (৪৫), রুবেল মিয়া (২৮), আব্দুল কাদের প্রকাশ বাবু (২৩), বোরহান উদ্দিন (২৫), কাপ্তান মিয়া (৫০), মানিক মিয়া (৪২), কিবরিয়া (২৬), আনোয়ার হোসেন (৬২), আলেক মিয়া (৩২), মানিক মিয়া (২৪), শফর আলী ভূঁইয়া (৫০), আনোয়ার হোসেন প্রকাশ আইনাল হক প্রকাশ আনাল পাগলা (৩০) ও মনোয়ারা বেগম (৪২)।এ ঘটনায় এখন পর্যন্ত ৩৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ মে) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। তবে ঘটনার মূলহোতা দুই মাদক কারবারি পলাতক আছেন।
Show quoted text
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন