আব্দুর রউফ ভূঁইয়া: ব্যুরো প্রধান কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জে গুরুদয়াল সরকারি কলেজের সাবেক ইমাম ও স্বল্পমারিয়া নূর জামে মসজিদের বর্তমান ইমাম হযরত মাওলানা আকরাম হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সকালে স্বল্পমারিয়া এলাকাবাসী কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, স্বল্পমারিয়া নূর জামে মসজিদের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিন্টু, মারিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার এবি সিদ্দিক, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য-সচিব আল মোহাম্মদ মোস্তফা, কিশোরগঞ্জ জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাছির উদ্দিন, সমাজ সেবক আলমগীর হোসেন, মাজহারুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০২২ ইং সন থেকে উল্লেখিত সন্ত্রাসিরা ইমাম আকরাম হোসেনের উপর বেশ কয়েকবার আক্রমনের চেষ্টা করে। গত ৩ মে দিবাগত রাতে এশার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে একদল চিহ্নিত সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এলাকাবাসী এই হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মানববন্ধন শেষে এলাকাবাসী পুলিশ সুপার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।