সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ জনকে ৪০০০ টাকা জরিমানা ও ৫০ কেজি পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউওনো ( নির্বাহী ম্যাজেষ্ট্রেট) নাহিদ হাসনান খান। মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী এবং
দন্ডবিধি ১৮৬০ ধারায় মধ্যনগর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় সাথে ছিল পুলিশফোর্স ও আনসারবাহিনীর সহায়তায় প্রায় ৫০ কেজি ( ৭০ হাজার টাকা বাজার মূল্য) কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় চান্দু মিয়ার কাছ থেকে ৫০০ টাকা, হালিম এর কাছ থেকে ৫০০ টাকা, আকিল আলীর কাছ থেকে ৫০০ টাকা, আকাশ বর্মন এর কাছ থেকে ৫০০ টাকা এবং হাবলু মিয়ার কাছ থেকে ২০০০ টাকা সর্বমোট ৪০০০ টাকা জরিমানা করা হয়েছে। পরে জনসম্মুখে কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়। তিনি আরো বলেন, ভবিষ্যতে আরও কঠোরভাবে অভিযান পরিচালনা অব্যহত থাকবে।#