স্বপ্নচরে হোক আশাদের হাতছানি । ফুলের উদ্যানে ফুটোক নবজাগরণ । উল্লাসিত ঝিলিক পড়ুক নতুন শস্যক্ষেত্রে । আবর্জনার স্তুপ ঝেড়ে নিপুণ জমিন চাষ হোক আশাময় আহবানে । সুচিন্তিত আগামীর আলোরা প্রেরণা দান করুক সমস্ত পৃথিবীর বাঁকে ।আর্তনাদের ক্ষতগুলো মুছে, মিলিত কোরাসে উঠুক রোদের সকাল । অসংখ্য কান্নারা স্বস্তির নিঃশ্বাস ফেলুক । সুখময় আবেশে আলোর ফোয়ারায় হাসুক বিপুলা সৃষ্টিজগৎ । সৃজনশীল আবেদনে একটি প্রস্ফুটিত মানদণ্ড আসুক এই সময়ে, সবার চোখে শান্তির পরশ নিয়ে । নবভাবনা প্রচার এবং প্রসারের মেলায় ।
একটি যুদ্ধ হোক ঠিক মননের । নবাগত পাখিদল অনায়াসে ছোটুক দিগন্তরেখায় । শুভ্রতার সুখের গ্রাম নগরে ছাপ পড়ুক অভ্যর্থনার ।কিছু উচ্চারণ বিশালে ছড়িয়ে ছিটিয়ে যাক বিস্তীর্ণ অঞ্চল । আমাদের ঘর,দুয়ার তথা হাওরের বুক চিরে আসুক জলের গান । রুপালী আয়নার প্রতিচ্ছবি হাতছানি দিক আশাদের নীড়ে । অনুপম শক্তির উচ্ছ্বাস ছড়াক এই দেশে । ছায়াময় হাটে ।
তরুন নিজেকে জাগাও । বাঁচাও দেশ । সুস্থসবল শিল্পায়ন গড়ে রচনা করো জীবনের মান । বহুমাত্রিক সভ্যতায় ছন্ধেরা উদ্ভাসিত হোক প্রচ্ছন্ন জীবনের অভিসিক্ত পথে ।
সীমাহীন স্বস্তির নিঃশ্বাসে আসুক তৃপ্তির স্বাদ। সুস্থ সংস্কৃতির চর্চা প্রবল হোক। অগ্রণী ভুমিকায় অবতীর্ণ হোক সভ্যতার অভিভাবক, আগামীর তরুন। বিকশিত হোক প্রত্যশার আলোয়। সুশিক্ষার স্বপ্নমায়া ছড়িয়ে প্রাসাদ তৈরী হোক সমৃদ্ধির স্মারকে।
প্রসারিত এ হাতকে যারা সহযোগীতা করছেন তাদের অসংখ্য ভালোবাসা। কৃতাঞ্জলি জানাই আমাদের অভিভাবক, যারা পাশে থেকে সদা তৎপর দেখান জীবন্ত পথের । যাবতীয় কর্মকাকপণ্ডের ভুল-ভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টি পড়ুক। সুরক্ষিত থাকুক আমাদের অঙ্গন। শত সহস্র গ্লানি আর অন্যায় অবিচারের মধ্য দিয়ে ওঠে আসা আজকের তরুনদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আচরণ, ব্যক্তি, পরিবার, সমাজ,সংস্কৃতি এবং রাজনীতির জাগরণ আসুক কল্যাণে।
কাদামাটি ডিঙিয়ে আসা, অনিচ্ছুক দরিদ্রতার কষাঘাতময় সাংসারিক অন্তরায় সরিয়ে আমরা আসি প্রাতিষ্ঠানিক এই নগরে।
ভাবনার আলোয় সৃজনশীল ইচ্ছেরা খুঁজে নিক ভবিষ্যৎ জীবনের উপমা। শূন্যতা কাটিয়ে তৈরী হোক স্মৃতিকথার সবুজ সুন্দর স্মারক।কলুষিত সমাজের কালো দাগগুলো সরাতে আসুন করি প্রজ্ঞাপন জারি। বিকল্প ভাবনায় আমরা গড়ে তুলি সুন্দর আবেগের ফসল। স্বার্থক যাত্রাপথে প্রতিনিয়ত উচ্চারণ হোক "শেকড়ে শুনি বাঁধ ভাঙার আওয়াজ "