আলএমরান মাগুরা প্রতিনিধি
বিদ্যুৎ-গ্যাস-জ্বালানির বর্ধিত মূল্য প্রত্যাহার এবং চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানো দাবিতে মাগুরায় মানববন্ধন পালিত হয়েছে।
আজ সোমবার (১৫মে) দুপুরে মাগুরা প্রেসেকাবের সামনে মাগুরা জেলা বাম গণতান্ত্রিক জোটের আয়োজনে বাংলাদেশ জাসদ জেলা শাখা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার সমন্বয়ক কাজী নজরুল ইসলাম ফিরোজ। সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদের মাগুরা জেলা শাখার সভাপতি এটিএম মহব্বত আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা শাখার সদস্য বিশ্বজিৎ চক্রবর্তী প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, সয়াবিন তেল, চিনি, আলু, পেয়াজ, রসুন, আদাসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে জনজীবন অতিষ্ঠ। নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে এবং তার সাথে পাল্লা দিয়ে দাম বাড়ছে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের। শিা-চিকিৎসা ব্যয় মিটাতে মানুষ নিঃস্ব হচ্ছে। শ্রমজীবী-কর্মজীবী মানুষ জীবন নির্বাহ করতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে। ঘরে ঘরে অভাব-অনটন-দারিদ্র ও বেকারত্ব বিরাজ করছে।