প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ৪:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৩, ৬:১৬ পি.এম
আশুগঞ্জে সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যুরো প্রধান
সোমবার (১৫ মে) সকালে আশুগঞ্জ এলএসডির গোডাউনে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক ফিতা কেটে এ সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক চিন্তামনি তালুকদার, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান মিঞা, আশুগঞ্জ উপজেলা মালিক সমিতির সাধারন সম্পাদক হেলাল সিকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান মিঞা জানান, এবার প্রান্তিক কৃষকদের নিকট হতে ৩০টাকা কেজি দরে ৩৫৭ মে.টন বোরো ধান এবং স্থানীয় মিল মালিকদের নিকট হতে ৪৪ টাকা দরে ৫১৯৫৮ মে.টন সেদ্ধ চাল সরকারি ভাবে ক্রয় করা হবে।এ বছরের ৩১ আগস্ট পর্যন্ত ধান-চাল সংগ্রহ অভিযান চলবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন