শহিদুল ইসলাম ব্যুরো প্রধান নওগাঁ জেলা
র্যাবের অভিযানে ফেন্সিডিল সহ ৪ জন আটক।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বৃহস্পতিবার ১৮ মে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন পূর্বকয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৯ বোতল ফেন্সিডিল সহ পাঁচবিবি উপজেলার পূর্বকায়া গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে
রুবেল ইসলাম (২৯), ছেলোবেলো গ্রামের আনিছুর মন্ডল এর ছেলে সুমন হোসেন (২৮) ও জয়পুরহাট সদর উপজেলার বড়তাজপুর গ্রামের
সেরাজুল ইসলাম এর ছেলে সাজ্জাদ হোসেন (২৮) এবং বড়তাজপুর গ্রামের আব্দুল মতিন এর ছেলে সাজেদুর রহমান ওরফে সাজু (২৫) কে
আটক করেন।
ফেন্সিডিল সহ ৪ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে র্যাব কাম্প থেকে জানানো হয়,
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় তারা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় ফেন্সিডিল অবৈধ্যভাবে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানানো হয়। এব্যাপারে পাঁচবিবি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাব।