এম.এম.এ.রেজা ধর্মপাশা( সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরস ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের মৃত ফুলমিয়ার ছেলে মোহাম্মদ আমিনুর ইসলাম। বুধবার আনুমানিক বিকাল চারটায় সময় আম গাছে আম পারতে উঠে, কিছু সময় আম পারার পর, হঠাৎ পা পিছলে নিচে পড়ে যায়। ঘটনাস্থল থেকে পরিবারের লোকেরা ও প্রত্যক্ষদর্শীদের সাহায্যে ধর্মপাশা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । তিন ভাই, তিন বোনের মধ্যে সে ছিল পরিবারের বড় সন্তান।এ সম্পর্কে প্রত্যক্ষদর্শীদের কাছে জানতে চাইলে ঐ গ্রামের মোহন চৌঃ বলেন, একমাত্র উপার্জন কম মানুষটিকে হারিয়ে পরিবারটি আজ দিশে হারা। তার স্ত্রী পাঁচ মাসের অন্তস্বত্তা। তার আগত সন্তানের মুখ আর দেখা হলো না । তিনি আরো বলেন পরিবারের লোক এবং এলাকাবাসীর সমন্বয়ে বৃহস্পতিবার সকাল দশটায় মৃত ব্যক্তিকে দাপন করা হয়।
## এম এম এ রেজা পহেল।