প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ৪:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৩, ৩:০৩ পি.এম
নবীনগরে দুই মাথাওয়ালা বাছুরের জন্ম

জেলার নবীনগরে নাটঘর ইউনিয়নের বড়হিত গ্রামে জহির আলমের একটি গাভি একটি দুই মাথা চার চোখ ওয়ালা অস্বাভাবিক বাছুর জন্ম নিয়েছে। বাছুরটি এক নজরে দেখতে উৎসুক জনতার ভিড় করছে তার বাড়িতে।
শুক্রবার (১৯ মে) বিকেলের দিকে ভেটেরিনারি চিকিৎসক ওই গাভির পেট কেটে বাছুরটি বের করেন। তবে বের করার কিছুক্ষণ পরই বাছুরটি মারা যায়।
বড়হিত গ্রামের শহিদুল মিয়া বলেন, সকালে শুনলাম জহির আলমের একটি গাভির দুই মাথা চার চোখ ওয়ালা একটি বাছুরের জন্ম হয়েছ। বাছুরটিকে এক নজরে দেখার জন্য বিভিন্ন গ্রাম থেকে উৎসুক জনতা ভিড় করে তার বাড়িতে। এই ধরনের ঘটনা এই প্রথম দেখলাম আমরা।
জহির আলমের স্ত্রী বলেন, আমার স্বামী ফার্ণিচার মিস্ত্রী। আমার বাবা আমাকে একটি গাভি কিনে দেন লালন পালন করার জন্য। সেটি আমি দীর্ঘদিন ধরে লালন পালন করে আসছি। প্রথমে একটি বাছুর জন্ম দেয় গাভিটি।
পরবর্তীতে ৯ মাস পরে গাভিটি আবার গর্ভবতী হয়। গাভিটির গতকাল রাত থেকে প্রসব যন্ত্রণা শুরু হয়। আজ বিকালে আমার চাচা শ্বশুরকে জানালে তারা বাছুর খালাস করতে গিয়ে দেখে বাছুরের দুটি মাথা। পরে ভেটেরিনারি চিকিৎসককে জানালে তিনি গাভির পেট কেটে বাছুরটি বের করেন। এই ঘটনা প্রথম বার ঘটলো। আমি ঋণ করে গাভিটি লালনপালন করেছি। গাভিটি বাঁচে কিনা সন্দেহ আছে।
ভেটেরিনারি চিকিৎসক ডা. হাবিবুর রহমান বলেন, আজ বিকালে একটি গাভির বাছুর খালাস করতে গিয়ে দেখি বাছুরের দুটি মাথা। পরে আমাকে অবগত করলে আমি গাভির পেট কেটে অপারেশন করে বাছুরটি খালাস করি। বাছুরের একটি মাথা ভিতরেই মারা যায় এবং অপর একটি মাথা খালাসের দুই তিন মিনিট পরে মারা যায়। তবে গাভিটি এখন সুস্থ আছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন