প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ১:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৩, ৯:৩৫ পি.এম
হৃদয় হত্যাকান্ডের আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র শিক্ষার্থী ফারাবী আহমেদ হৃদয়কে অপহরণ ও হত্যাকান্ডে গ্রেপ্তার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের সহপাঠী, পরিবার ও স্থানীয়রা। অংশ নেন প্রতিষ্ঠানের শিক্ষকরাও।
রবিবার (২১ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় দোষীদের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবি করে নিহতের পরিবার।
নিহত হৃদয়ের পরিবার ও সহপাঠীরা জানায়, বুন্ধত্বের সুযোগ নিয়ে বাসা থেকে ডেকে নিয়ে নিষ্ঠুর ভাবে হত্যা করা হয় হৃদয়কে। পরে হৃদয়ের পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবী করা হয়। এই খুনিদের সবোর্চ্চ শাস্তি দাবী করছি। যাতে করে আর কেউ এমন কাজ করার সাহস না পায়।
এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৮ মে আশুলিয়ার জামগড়া এলাকার ফজলুল হকের ছেলে হৃদয়কে ডেকে নিয়ে হত্যার পর লাশ পুকুরে ডুবিয়ে দেয় তারই ৪ বন্ধু। ঘটনার ১০ দিন পর ১৯ মে হত্যাকারী ৪ জনকে গ্রেপ্তার করে নিহত হৃদয়ের বস্তাবন্দি মরদেহ পুকুর থেকে উদ্ধার করে র্যাব-৪ ও আশুলিয়া থানা পুলিশ।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন