সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ঘাসী গাং দ্বিতীয় খণ্ড জলসহালে সোমবার সকাল ১০টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে সেখান থেকে নিষিদ্ধ ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যজিস্ট্রেট নাহিদ হাসান খান এই অভিযান পরিচালনা করেন।
অভিযান শেষে ঘাসী গাং নদী দ্বিতীয় খন্ড জলমহালের পাড়ে জব্দ করা এসব নিষিদ্ধ জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার এসআই সৈয়দ গোলাম সারোয়ার ,বংশীকুন্ডা গ্রামের বাসিন্দা সানোয়ার হোসেন, আকবর আলী প্রমুখ।