আব্দুর রউফ ভূঁইয়া ব্যুরো প্রধান কিশোরগঞ্জ জেলা
কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.টি.এম ফরহাদ চৌধুরী। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম। সেমিনারে বক্তব্য প্রদান করেন কিশোরগঞ্জের এনএসআইয়ের উপ-পরিচালক ইকবাল হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, কিশোরগঞ্জ মহিলা পরিষদের সভাপতি এ্যাড. মায়া ভৌমিক, ক্যাব সভাপতি আলম সরোয়ার টিটু, ক্যাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসাইন রনি, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু প্রমুখ। সেমিনারটি পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের উপ-পরিচালক হৃদয় রঞ্জন বনিক।