শহিদুল ইসলাম জি এম মিঠন,নওগাঁ জেলা ব্যুরো প্রধান
নওগাঁয় নিজ বাড়িতে (ঘরে) বিদ্যুৎ সংযোগ মেরামত করার সময় অ-সাবধানতা বশত বিদ্যুৎ পিষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। এমৃত্যুর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে নওগাঁর রাণীনগর উপজেলার বড়গাছা দক্ষিণ পাড়া গ্রামে।
নিহত যুবক আইয়ুব হোসেন (৩৫) বড়গাছা দক্ষিণপাড়া গ্রামের রইচ উদ্দীন এর ছেলে।
নিহত যুবকের ভাই আজিজুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে আইয়ুব হোসেন তার নিজ ঘরের বিদ্যুতের নষ্ট হওয়া সুইচ বোর্ড মেরামত করার এক পর্যায়ে টেস্টার দিয়ে লাইন চেক করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হোন এবং ঘরের মেঝেতে ঢলে পড়েন। পড়ার শব্দ পেয়ে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর পৌছামাত্র গ্রামের লোকজন সহ স্বজনদের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে।
বিদ্যুৎ পিষ্ট হয়ে যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মৃতদেহ হেফাজতে নেয় এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।