বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, বৃহত্তর ফরিদপুরে বিভাগীয় সমাবেশের অনুমতি পেলো, শহরের কোমরপুর আব্দুল আজিজ ইনিস্টিউট স্কুল মাঠে বরাদ্দ দিয়েছে, ফরিদপুর জেলা প্রশাসন কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহবায়ক, সৈয়দ মোদারেস আলী,।ফরিদপুরের সমাবেশের জন্য সরকারী রাজেন্দ্র কলেজের মাঠ সহ আরো কয়েকটি স্থান চাওয়া হয়েছিল। এর মধ্যে কোমরপুর মাঠের নামছিলোনা। বিএনপি নেতা শাহজাহান ওমর বলেন এই সরকার আমাদের গণতান্ত্রিক অধিকার মিছিল সমাবেশ স্বাধীনভাবে করতে দেওয়া হচ্ছেনা, এত ভয় কেনো বিএনপিকে নিয়ে, সরকারকে বলতে চাই দেশের জনগণের স্বার্থে আমাদেরকে শান্তিপূর্ণ ভাবে সমাবেশ করতে দিন,এবং আমরা সমাবেশের জন্য যে মাঠ বরাদ্দ চেয়েছি সেটির অনুমতি দিন। তিনি আরো বলেন আমাদের সমাবেশে লক্ষ জনতার সমাগম দেখে সরকার আতংক হয়ে পড়েছে।আর এ কারণে সমাবেশের জন্য বড় মাঠ দিতে ভয় পাচ্ছে। এসময় সমাবেশস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর,বৃহত্তর ফরিদপুর বিভাগীয় সমাবেশের সমন্বয়কারী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ