আব্দুর রউফ ভূঁইয়া: ব্যুরো প্রধান কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জ জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় গত ২৬ মে রাত্র ০৮.০০ ঘটিকার সময় ০৬ (ছয়) বোতল দেশি মদসহ কিশোরগঞ্জের ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়া সাকিনের নাটালের মোড় সংলগ্ন দি ঢাকা ভলকানাইজিং-শপের সামনে পাকা রাস্তায় অভিযান এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মিয়াদ ইসলাম নিলয় (২৮), পিতা- রফিকুল ইসলাম, সাং- চর চারতলা, থানা- আশুগঞ্জ, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানায় গত ২৬ মে জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো: জুয়েল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে। এ সময় মাদক ব্যবসায়ীর নিজ হেফাজতে থাকা ০৬ (ছয়) বোতল দেশি মদ উদ্ধারপূর্বক রাত্র ০৮.০০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।