আব্দুর রউফ ভূঁইয়া ব্যুরো প্রধান কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জ জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় গত রবিবার
২৮ মে রাত্র ১১.২০ ঘটিকার সময় ০৩ (তিন) কেজি গাঁজাসহ কটিয়াদী থানাধীন চান্দপুর শেখেরপাড়া সাকিনের চুনের মাজার পুকুরের পশ্চিম পাশে মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩২), পিতা- মজলু মিয়া, সাং- পূর্বপূড়ুরা, ২। মোঃ জাহাঙ্গীর আলম (৪৫), পিতা- মৃত আরব আলী, সাং- চান্দপুর শেখেরপাড়া, উভয় থানা- কটিয়াদী, ৩। মোঃ রমজান (২২), পিতা- মোঃ বাচ্চু মিয়া, সাং- নারান্দী সরকার বাড়ি, থানা- পাকুন্দিয়া, সর্ব জেলা- কিশোরগঞ্জদের জেলা গোয়েন্দা শাখা পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ আরো জানায় গত রবিবার ২৮ মে রাত্র ১০.৪৫ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো: রমজান আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ীদের কে গ্রেফতার করে এবং তাদের নিজ হেফাজতে থাকা ০৩ (তিন) কেজি গাঁজা উদ্ধারপূর্বক রাত্র ১১.২০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেছে।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে সংবাদ মাধ্যম কে জানায়, এই ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।