প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ৬:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৩, ১২:০৫ পি.এম
আশুগঞ্জে পিবিজিএসআই-স্কিম এর আওতায় দিনব্যাপি কর্মশালায় ৫৫ লক্ষ টাকা প্রদান

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যুরো প্রধানঃ
জেলার আশুগঞ্জে শিক্ষা মন্ত্রণালয়াধীন এসইডিপি কর্মসূচীর আওতায় মাউশি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত পারফরমেন্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবিজিএসআই)-স্কিম এর আওতায় উপজেলা পর্যায়ে ০১(এক ) দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৩১ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো: জুলফিকার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, ফিরোজ মিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আহম্মদউল্লাহ খন্দকার, চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লা, আশুগঞ্জ সারকারখানা কলেজের অধ্যক্ষ ইসমত আরা, সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শওকত আকবর খান প্রমুখ। তাছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার উন্নয়নে ৫ লক্ষ করে মোট ৫৫ লক্ষ প্রদান করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন