নিজস্ব প্রতিনিধি লোহাগড়া উপজেলা
নড়াইলের লোহাগাড়ায় আজিজুর বিশ্বাস নামে এক সাংবাদিককে প্রকাশ্যে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলার দিঘলিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহানউদ্দিন ও তার লোকজনে বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১জুন) দুপুরে লোহাগড়া উপজেলার সামনে হকিস্টিক, লাঠিসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে সাংবাদিক আজিজুরকে মারপিট করে।
পরে উপস্থিত সাংবাদিক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে।
সাংবাদিক আজিজুর জানায়,আমি পূর্বে চেয়ারম্যানের নানারকম দুর্নীতি ও অনিয়ম বিষয়ে সংবাদ প্রচার করেছি।তারিখ যে ধরে আজ চেয়ারম্যান বোরহানের নির্দেশে লোহার রড দিয়ে ১৫ থেকে ২০ জন মিলে হকিস্টিক ও লোহার রড দিয়ে আমাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।
সাংবাদিক আজিজুর বিশ্বাস মারাত্বক জখম অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে।
এ ব্যাপারে সৈয়দ বোরহানউদ্দিনের সাথে মোট ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
এদিকে সাংবাদিক আজিজুর বিশ্বাসের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর সকল কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা উপজেলার নেতৃবৃন্দ।
এ বিষয় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন , এ ঘটনাটি আমি শুনেছি এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।