আব্দুর রউফ ভূঁইয়া:ব্যুরো প্রধান কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জ জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় যে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে আবুল কালাম (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
গত শনিবার ০৩ জুন রাত ১০.১৫ মিনিটের সময় ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ কুলিয়ারচর থানার লক্ষীপুর সাকিনের রেলক্রসিং এর উত্তর পাশে পাকা রাস্তায় ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার সময় তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আবুল কালাম (৫২) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষীপুর এলাকার মৃত এমাদ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায় গত শনিবার ০৩ জুন জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো: রমজান আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ীর নিজ হাতে বের করে দেওয়া ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক রাত ১০.১৫ ঘটিকায় জব্দ করে।
পুলিশ আরো জানায় এই ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।