আব্দুর রউফ ভূঁইয়া ব্যুরো প্রধান কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১। রুবেল মিয়া (২৬), ০২।রাব্বানী (৩৫) ০৩।মোঃ রুবেল মিয়া (৩০) নামের তিন মাদক ব্যবসায়ীদের কে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার ৬ জুন বিকাল ০৫:৩০ মিনিটের সময় কিশোরগঞ্জ সদর উপজেলার সতাল এলাকার মোঃ তাহেরের বসত বাড়ির সামনে গাঁজা বিক্রয় করার সময় তাদের কে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ০৩ কেজি গাঁজা পাওয়া যায়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের মধ্যে রুবেল মিয়া (২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার তাসকিনা কুল্লাবাড়ী এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে এবং মোঃ রুবেল মিয়া (৩০) ও রাব্বানী (৩৫) কিশোরগঞ্জ সদর উপজেলার সতাল এলাকার মোঃ কুদ্দুস মিয়াঁর দুই ছেলে।
পুলিশ জানায় গত মঙ্গলবার ০৬ জুন জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মোঃ জুয়েল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত বিবাদীদেরকে গ্রেফতার করে এবং তাদের নিজ হাতে বের করে দেওয়া ৩ (তিন) কেজি গাঁজা উদ্ধারপূর্বক বিকাল ০৫.৩০ ঘটিকায় জব্দ করেছে। এ বিষয়ে পুলিশ জানায় গ্রেফতারকৃত বিবাদীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশ কে জানায় , তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত অঞ্চল থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলা ও আশেপাশের এলাকাগুলোতে বিক্রয় করে আসছিল। স্থানীয় লোকজনের মতে, ধৃত রুবেল মিয়া (২৬), রাব্বানী (৩৫) ও মোঃ রুবেল মিয়া (৩০) নামের তিন মাদক কারবারির এহেন কর্মে এলাকার বিভিন্ন স্কুল-কলেজের কোমলমতি ছাত্রসহ যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল।
পুলিশ জানায় এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।