আব্দুর রউফ ভূঁইয়া ব্যুরো প্রধান কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্থানীয় রাজনীতি, আগামী জাতীয় নির্বাচন কে কেন্দ্র করে দেশের নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের অবস্থান নিয়ে এক নাগরিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গনঅধিকার পরিষদ কটিয়াদী উপজেলা আহ্বায়ক আলীউজ্জামান মহসিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত নাগরিক সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গনঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার আহ্বায়ক, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ নাসির উদ্দিন।
শনিবার ১০ জুন সকাল ১০ টায় কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসদরের বাসস্ট্যান্ডে অবস্থিত দি কমিউনিটি ও পার্টি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদ এর সভাপতি মোঃ রাকিবুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন গণ অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা গনঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মোমেন উদ্দিন জনি,গন অধিকার পরিষদ কটিয়াদী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শরিফুজ্জামান, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জোনাক বিন বাদশা, গন অধিকার পরিষদ কটিয়াদী উপজেলা শাখার সদস্য সচিব তাবাসসুম হোসাইন প্রমুখ।সভায় গন অধিকার পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দগন বর্তমান সরকারের আমলে বিভিন্ন দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, বিদ্যুতের লোডশেডিং ও চলমান রাজনীতি নিয়ে বক্তব্য প্রদান করেন।
সভায় বক্তাগন তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বতীকালীন নিরপেক্ষ সরকার গঠন ছাড়া, বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচনে দলটি অংশ গ্রহণ করবে না বলে মন্তব্য করেন। সভার প্রধান আলোচক নাসির উদ্দিন তার বক্তব্যে বলেন দেশে যদি তথ্যাবোধক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন এর আয়োজন করা হয় তাহলে আসন্ন জাতীয় নির্বাচনে গন অধিকার পরিষদের পক্ষ থেকে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী- পাকুন্দিয়া) সংসদীয় আসনে সংসদ সদস্য পদ প্রার্থী হওয়ার আশা ব্যক্ত করেন এবং কটিয়াদী ও পাকুন্দিয়ার সর্বস্তরের জনগণের সহযোগিতা চান।
গন অধিকার পরিষদের নেতারা তাদের বক্তব্যে জানান শীঘ্রই দলের নিবন্ধন পাওয়ার ব্যাপারে তারা শতভাগ আশাবাদী। সভায় বক্তারা স্বাধীনতা বিরোধী জামাত শিবিরের সাথে গণ অধিকার পরিষদের কোনো সম্পৃক্ততা নেই বলেও জানান। বক্তাগন মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষে দেশ গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।
উক্ত নাগরিক সম্মেলনে কিশোরগঞ্জ জেলা গন অধিকার পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দগন ছাড়া ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গনমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।