আল এমরান মাগুরা প্রতিনিধি
" স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ" শ্লোগানকে সামনে রেখে মাগুরায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের।
মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ মুনির হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রান কেন্দ্র ভায়না মোড় এলাকা প্রদক্ষিণ করে চৌরঙ্গীমোড় দিয়ে ঐতিহাসিক নোমানী ময়দানে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলামসহ বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত কারিগরি মেলা, স্কিল কম্পিটিশন, সেমিনারসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে