মাগুরা প্রতিনিধি মাগুরায় উৎসাহ উদ্দীপনা ও আনন্দ মুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ বছর পূর্তিতে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ।
এ উপলক্ষে (২৩ জুন) শুক্রবার বিকালে মাগুরা জেলা আওয়ামীলীগের আয়োজনে শহরের নোমানী ময়দানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা শেষে বর্নাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
আলোচান সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবু নাসির বাবলু ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল।
এ ছাড়া আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল,কছুন্দী ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্যা,জেলা শ্রমিকলীগের সভাপতি আছাদুজ্জামান কিশোর,জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান,জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলামসহ জেলা আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ড,ইউনিয়ন ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জেলা আওয়ামীলীগের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা অংশ নেয় জেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মৎস্যজীবীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগের নেতাকর্মীরা অংশ নেয় ।