আগামী ১৫/১১/২০২২/খ্রিস্টাব্দ মঙ্গলবার থেকে নতুন সময়সূচিতে চলবে সরকারি আধাসরকারি স্বায়ত্তশাসিত
, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল অফিস সমূহ, সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হবে,বিদ্যুৎ সাশ্রয়ে গত ২৩আগস্ট থেকে অফিসের সেই সূচিতে পরিবর্তন আনে সরকার, বর্তমানে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস করেছেন। সরকারি আধাসরকারী,স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীরা, গেলো অক্টোবর ২০২২ খ্রিষ্টাব্দ মন্ত্রিসভায় নতুন সময়সূচী অনুমোদন দেওয়া হয়, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন,আগামীকাল ১৫ নভেম্বর থেকে দেশের সকল প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল ৯ থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস সময়সূচি বহাল থাকবে।সচিব আরো বলেন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান আদালত, শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারবে।এদিকে বাংলাদেশ ব্যাংক ১৫নভেম্বর থেকে নতুন সময়সূচি ঘোষণা দিয়েছেন, লেনদেনের সময়সূচি সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।