প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ১১:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২৩, ১১:০১ পি.এম
ঢাকা বিভাগের তারুণ্যের জয়যাত্রা সফল করতে আশুলিয়া থানা যুবলীগের প্রস্তুতি

খোরশেদ আলম, সাভার উপজেলা প্রতিনিধিঃ
আগামী ২৭ জুলাই রাজধানী ঢাকার “তারুণ্যের জয়যাত্রা” সফল করতে, ঢাকা বিভাগের আয়োজিত তারুণ্যের জয়যাত্রা, সমাবেশ সফল করার লক্ষে আশুলিয়া থানা যুবলীগের উদ্যোগে প্রস্তুতি সভা।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে কেন্দ্রীয় যুবলীগের এসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেলের নিজ কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় আশুলিয়া থানা যুবলীগের আব্বায়ক কবির হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসীম পাভেল তিনি বলেন, আশুলিয়া থানা যুবলীগের দুইজন সাধারণ সম্পাদক প্রার্থী একজন মাইনুল ইসলাম ভূইয়া এবং নাসির উদ্দীন, তারা দুইজনে সিদ্ধান্ত নিবে কে কোন জায়গায় যাবে।
তাদের সিদ্ধান্ত ভিত্তি করে দলকে শক্তিশালী করবো, অন্যদিকে আশুলিয়া থানা যুবলীগের সভাপতি ক্যান্ডিডেট দুই জন, কবির হোসেন সরকার এবং দেওয়ান রাজু আহমেদ, তারা নিজেরা সিদ্ধান্ত নিবে কে থানায় থাকবে আর কে জেলায় যাবে। এই সিদ্ধান্তর এই সিদ্ধান্তের প্রতি বৃত্তি করেই রাজনৈতিকভাবে সাভারের মাটিতে ডাক্তার সালাউদ্দিন বাবুর সাথে আমরা লড়াই সংগ্রাম করবো। এবং বিএনপি জামাতকে প্রতিহত করব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম ভূঁইয়ার, বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য এবি এম আরিফ হোসেন, এবং সাইফুল রহমান রনি,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কার্যনির্বাহী সদস্য।
এ সময় আরও বক্তব্য রাখেন আশুলিয়া থানা যুবলীগের সম্মানিত সদস্য জনাব মোঃ বাদল শেখ এবং কাওসার কবির, পাঁচটি ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের উপস্থিত বক্তব্য প্রদান করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন