সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরের ফসলরক্ষা বাঁধের কাজের জন্য প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের লক্ষে এ উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে পৃথক পৃথকভাবে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত গণশুনানি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ইউএনও অলিদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন
আওয়ামী লীগের একাংশের সভাপতি রফিকুল বারী চৌধুরী বাচ্ছু, ইউপি সদস্য মো.সোহেল মিয়া প্রমুখ।
অপরদিকে ওইদিন বেলা সোয়া একটার দিকে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত গণশুনানি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ইউএনও অলিদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য শাহজাহান কবীর, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সভাপতি আলমগীর কবীর, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি নাদিম কবীর প্রমুখ। এই দুটি ইউনিয়নের গণশুনানি অনুষ্ঠানে তিন শতাধিক কৃষক অংশ নেয়। হাওরের ফসলরক্ষা বাঁধের প্রকল্প বাস্তবায়ন কমিটি ( পিআইসি) তে থাকতে ইচ্ছুক প্রকৃত কৃষকেরা আগামি ২৮নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রাদি ও আবেদন পত্রসহ ইউএনওর কার্যালয়ে জমা দেওয়ার জন্য কৃষকদের প্রতি আহব্বান জানানো হয়।