কাইয়ুম বাদশাহ মধ্যনগর (সুনামগঞ্জ):
সুনামগঞ্জ জেলার হাওর বেষ্টিত নবগঠিত মধ্য নগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তায় নির্মাণকাজ শুরু হলেও দীর্ঘদিনেও দৃশ্যমান অগ্রগতি নেই। একাধিকবার জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও কাজের গতি বাড়েনি। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন এলাকাবাসী।স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তাটি দিয়ে প্রতিদিন শতাধিক শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ চলাচল করেন। তবে সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বর্তমানে রাস্তাজুড়ে রয়েছে কাদার স্তুপ, যার ফলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিনেও ঠিকাদারি প্রতিষ্ঠান যথাযথভাবে কাজ করছে না। কোনো সময়সূচি বা গুণগত মানের তোয়াক্কা না করেই মাঝে মাঝে কিছু কাজ করে তা বন্ধ রাখা হচ্ছে।
তারা অবিলম্বে রাস্তাটির নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।