সৈয়দ সময় , নেত্রকোনা :
দীর্ঘ ১৭ বছর বিএনপি’র নেতা-কর্মীরা অনেক ত্যাগ স্বীকার করে প্রকাশ্যে গোপনে দেশ ও জনগণের স্বার্থে রাজনৈতিক কার্যক্রম করে আসছে । ফ্যাসিস সরকারের হামলা মামলার সহ্য করেও দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশে বিএনপির ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জেলা বিএনপি নেতা তাজ উদ্দিন সারাহ সেন্টু ।জাতীয়বাদী রাজনীতির একনিষ্ঠ কর্মী , শহীদ জিয়ার সূর্য সৈনিক তাজ উদ্দিন সারাস সেন্টু সেই ছাত্র জীবন থেকেই ছাত্রদলের যোগাদানের মধ্য দিয়ে বিএনপির রাজনীতি করে আসছে । দায়িত্ব পালন করেছে নেত্রকোনা জেলা ও পৌর ছাত্রদলের আহ্বায়ক , জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক। বর্তমানে জেলা বিএনপির সদস্য হিসেবে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে ।
সেন্টু ফারাস বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ।ব্যক্তিগত জীবনে একজন কৃতি লং টেনিস ও ফুটবলার । জেলা শিল্পকলা একাডেমী , রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ।বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে নেত্রকোনা সদর উপজেলার সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার তার রয়েছে সম্ভাবনা ।বিভিন্ন ইউনিয়নে নেতা কর্মীদের সঙ্গে জানা গেছে ,সদর সম্পাদক পদে তাজ উদ্দিন ফারাহ সেন্টু ভরসা ।সে দুর্দিনে তৃণমূলে সংগঠনের পাশে থেকেছে এখনও বিএনপির রাজনীতি জন্য জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে।সেন্টু ফারাস জানান , দেশ ও জনগণের স্বার্থে বিএনপি রাজনীতি করে । দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশে আজীবন মানুষের জন্য কাজ করে যাব । নেত্রকোনা সদর উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হব বলে আমি শতভাগ আশাবাদী । তিনি সকলের সহযোগিতা দোয়া ও কাউন্সিলরদের ভোট প্রত্যাশা করেন ।