মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা ২০২২ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল ঘোষণা করেন।
সোমবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের চামেলী হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।এবার এসএসসিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৮৭দশমিক ৪৪,শতাংশ, যা গত বছরের তুলনায় এবছর পাশের হার কিছুটা কম, গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিলো ৯৩ দশমিক ৫৮ শতাংশ ছিল। এ বছর নয়টি সাধারণ শিক্ষাবোর্ডের গড় পাসের হার ৮৮দশমিক ১০শতাংশ, আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ২২শতাংশ, ২৮-১১-২০২২ খ্রিস্টাব্দ,দুপুর ১২ টায় বিদ্যালয়ের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে ফলাফল একযোগে প্রকাশ করা হয়, এছাড়া মোবাইল ফোনের ম্যাসেজের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল জানা যাবে, যেমন,প্রথমে মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে রোল নাম্বার লিখে আবার স্পেস দিয়ে পাশের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নাম্বারে, উদাহরণ SSC Dha 4563678 2022 লিখে সেন্ড করতে হবে, ১৬২২২ এই নাম্বারে,আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil mad 456367 2022 লিখে পাঠাতে হবে ১৬২২২এই নাম্বারে, ফিরতি ম্যাসেজে ফলাফল জানা যাবে। এছাড়াও শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশের ওয়েবসাইট www,educationboard results.gov.bd তে ক্লিক করে রোল নাম্বার, রেজিষ্ট্রেশন নাম্বার, পরীক্ষার নাম,শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট করলে ফলাফল জানা যাবে,
গত ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে।এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২০ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নেয়। মোট তিন হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।এ বছর ২০২২ শিক্ষাবর্ষ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট,ও সমমান পরীক্ষায় জিপিএ,৫ পেয়েছে ২,৬৯৬০২ জন শিক্ষার্থী। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে, জিপিএ,৫ পেয়েছে ২ লাখ ৩৩ হাজার ৭৬৩ জন,