রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি/
নেত্রকোনায় যথাযথ ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে নানা আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯তম জন্মতিথি (শুভ জন্মাষ্টমী) উদযাপন করা হয়েছে।
আজ (৬ সেপ্টেম্বর) বুধবার সকালে প্রথমে জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মসূচি পালিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান লিটনসহ আরো অনেকে।
পরে জন্মাষ্টমী উপলক্ষে নেত্রকোনার শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে আখড়া প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির উদ্যোগে চার দিনব্যাপী উৎসবের উদ্ধোধন করেন নেত্রকোনার পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মো: ফয়েজ আহম্মেদ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসীত সরকার সজল, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম, সাধারন সম্পাদক এডভোকেট শামসুর রহমান লিটন, আওয়ামীলীগ নেতা প্রশান্ত কুমার রায় প্রমুখ।
এছাড়াও শুভ জন্মাষ্টমী উপলক্ষে নেত্রকোনার বারহাট্টা মদন মোহন সেবাঙ্গনে বর্ণাঢ্য শুভযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পরভেজ, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এডভোকেট অসীত কুমার সরকার সজল, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, পুলিশ সুপার মো. ফয়েজ আহম্মেদ, পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম ও সাধারন সম্পাদক এডভোকেট শামছুর রহমান লিটন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, জেলা পরিষদের সদস্য মো. লুৎফুর রহমান চঞ্চল, বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আব্দুল কাদের, পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা সেন্টু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি, প্রানেশ চন্দ্র পাল, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার।’ আমরা ঈদ উৎসব করি, পূজা উৎসব করি, হিন্দু-মুসলমান একসাথে করি, মিলেমিশে করি। এ সব করি আমরা বাঙালি হিসেবে, এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নাই। ধর্মের কারণে মানুষে মানুষে কোন ভেদাভেদ নাই। শেখ হাসিনার বাংলাদেশে হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রীষ্টান, অন্যান্য ধর্মের মানুষ যারা আছেন, সবারই নিজ নিজ ধর্মের অধিকার সমুন্নত আছে। শেখ হাসিনার এই দেশ, সম্প্রিতির বাংলাদেশ। এই সম্প্রিতি বজায় রাখতে হলে শেখ হাসিনাকেই বারবার দরকার