দিনাজপুরের ঘোড়াঘাটে ৩০০লিটার দেশীয় তৈরী চোলাই মদ ধ্বংস করা হয়েছে।গত ১৩ নভেম্বর পৌরএলাকার শ্যামপুর টিএনটি মিশন মোড় থেকে থানা পুলিশের অভিযানে এসব উদ্ধার হয়েছিল।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে থানা চত্তরে দেশীয় তৈরী এসব চোলাই মদ ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান নিজে উপস্থিত থেকে এসব চোলাই মদ ধ্বংস করান। এসময় আরও উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আবু হাসান কবির এবং এসআই তপন দাস গুপ্ত।
থানার ওসি আবু হাসান কবির বলেন,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আমরা এই কার্যক্রম করেছি। এই ধারা অব্যহত থাকবে। যেকোনো মূল্যে আমরা মাদকমুক্ত রাখতে বদ্ধপরিকর।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন,মাদকের কু-প্রভাবের ফলে দেশের আর্থ সামাজিক পরিস্থিতির অবনতি ও মূল্যবোধের অবক্ষয়সহ সামগ্রিকভাবে মানুষের জীবনে এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে থাকে। এ অবস্থা হতে উত্তরণের নিমিত্তে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আমাদের সকলের সামাজিক ও নৈতিক দায়িত্ব।