প্রেম ভালোবাসা পবিত্র ও পরিচ্ছন্ন বিষয়। প্রেম ভালোবাসা আমরা আল্লাহু তাআলার কাছ থেকে রহমত হিসেবে পেয়েছি। কিন্তু
মাঝে মাঝে চারিত্রিক বৈশিষ্টের জন্য আবেগ অনুভূতির উৎস হয়ে পবিত্র প্রেম ভালোবাসা হয়ে উঠে অপবিত্র ভাবে সমালোচনার ঝড়/
এ যেন জটিল পাটিগনিতের অংক। পরকীয়ায় লিপ্ত হয়ে সন্তান সমতুল্য ভাতিজা মোঃ জসিমের হাত ধরে পাড়ি জমালেন
অচেনা অজানা গন্তব্যে এক সন্তানের জননী চাচী/
পরকীয়া যেন সমাজে বেড়েই চলছে। রাত পেরিয়ে সকাল হলেই প্রতিনিয়ত এ যেনো মহামারী রূপ ধারণ করছে। যা সমাজ
ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। সমাজের যুব তরুণরা ক্ষতিগ্রস্ত হচ্ছে সঠিক দিক নির্দেশনার অভাবে। এতে করে তরুণদের
ভবিষ্যৎ জীবন অন্ধকারের দিকে যাচ্ছে। দেশ বাংলা প্রতিদিনের অনুসন্ধানে এমন একটি পরকীয়ার প্রেমের কাহিনী ধরা পড়েছে।
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ২ নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মজিবুর রহমানের ছেলে।
মোহাম্মদ জসিম পাশের বাড়ির বাসিন্দা নূর মোহাম্মদের স্ত্রী গৃহবধূ শিখা বেগমকে নিয়ে পরকীয়া প্রেমের সম্পর্ক করে
অজানা উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। জানা গেছে গৃহবধূ শিখা বেগম রাতের অন্ধকারে আট বছরের ছেলেকে ঘুমন্ত অবস্থায়
রেখে বাড়ি থেকে স্বর্ণ অলংকার টাকা পয়সা নিয়ে উধাও হয়েছে। দেশ বাংলা প্রতিদিনের অনুসন্ধানে জানা গেছে। প্রেমিক জসিম
এবং গৃহবধূ শিখা বেগম তাদের মধ্যে অনেক আগে থেকেই অবৈধ পরকীয়া সম্পর্ক ছিল বিষয়টি জানাজানি হলে। তারা বাড়ি
থেকে পালিয়ে যায়। আরো জানা যায় শিখা বেগম ও প্রেমিক জসিম তাদের সম্পর্ক ছিল চাচি ভাতিজা। বিষয়টি এলাকাবাসী মধ্যে
জানাজানি হলে পুরো গ্রামের মানুষের মধ্যে আলোচনার প্রধান বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। এদিকে দেশ বাংলা প্রতিদিনের টিম
গৃহবধুর স্বামী নূর মোহাম্মদের কাছ থেকে পুরো ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়। তিনি বলেন আমি জীবিকা নির্বাহের জন্য
কাজের উদ্দেশ্যে বাইরে
ছিলাম। এ ঘটনা সোনার পর আমি বাড়িতে এসে দেখি আমার স্ত্রী শিখা বেগম আমার আট বছরের
ছেলেকে রেখে। পাশের বাড়ির দূর সম্পর্ক আমার ভাতিজার সাথে পালিয়ে গেছে্।এ বিষয়ে আরো জানতে চাইলে
নূর মোহাম্মদ বলেন আমি এদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিব। তারি পরিপ্রেক্ষিতে নূর মোহাম্মদ ধর্মপাশা জুডিশিয়াল
আদালতে একটি মামলা দায়ের করেন। মাননীয় আদালত তাদের সকল অভিযোগ শুনে বিষয়টি আমলে নিয়ে মামলাটি গ্রহণ
করেন। যে ধারায় অভিযোগ গ্রহণ করা হয়। ৩১৩ /৪৪৮ /৪৯৭/৪৯৮/৩৮০/৩৪/ধারা / পালিয়ে যা গৃহবধুর স্বামী নূর
মোহাম্মদের কাছে মামলা করা নিয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি এর একটি দৃষ্টান্তমূলক শাস্তি চাই যা দেখে আর কোনো
স্ত্রী
এমন করে স্বামী সন্তান রেখে অন্য কোনো
পুরুষের সাথে পরকীয়ার সম্পর্ক না জড়ায়। আমি এর সঠিক বিচার আশা করছি