সিলেট জেলা প্রতিনিধি/
সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজরসোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এ ভূ-কম্পন হয়। তবে এতে
তাৎক্ষণিকভাবে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে জানা গেছে- এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মেঘালয় রাজ্যে। কম্পনটি ছিলো ৫.৩ মাত্রার।
ভূমিকম্পের সময় সিলেট মহানগরের বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় বিভিন্ন বহুতল ভবন থেকে বাসিন্দারা
রাস্তায় নেমে আসেন।