গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো প্রধান/
জেলার কসবায় ১২০ কেজি গাঁজা উদ্ধার করেছে কসবা থানার পুলিশ। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে কারবারিরা পালিয়ে যায়।
সোমবার (২৬ অক্টোবর) ভোরে কসবা থানা পুলিশের এক বিশেষ অভিযানিক দল কায়েমপুর ইউনিয়নের
সুবিধাপুর গ্রামের নয়নপুর সড়কের পার্শ্বে নাজির মিয়ার বাড়িতে এ অভিযান চালায়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, নাজির মিয়ার বাড়ির বিপরীতে পাঁচটি
পাটের বস্তার ভিতর প্রতি বস্তায় ২৪ কেজি করে সর্বমোট ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে কারবারিরা দৌড়ে পালিয়ে যায়।