আব্দুর রউফ ভূঁইয়া: ব্যুরো প্রধান কিশোরগঞ্জ।/
কিশোরগঞ্জে এক ছাত্রদল নেতার বাড়া বাসা থেকে পিস্তল, বুলেট ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং দেশীয় অস্ত্র তৈরীর সরঞ্জাম ও যন্ত্রপাতি উদ্ধার করেছে সদর থানার পুলিশ।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ দাউদের নেতৃত্বে এস আই (নিঃ) তানভীর হাসান খান সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গত বুধবার ১৮ অক্টোবর রাত ১২:১০ মিনিটের সময় কিশোরগঞ্জ শহরের হারুয়া নামক এলাকার মানিক ফকিরের গলিতে ছাত্রদল নেতা তাকবীর উদ্দিন রকিব(৩১), পিতা-মৃত আবু তাহের মাইক তাহের, সাং-হারুয়া কুটিগিদ্দী, থানা ও জেলা-কিশোরগঞ্জ এর ভাড়াকৃত ওমর ফারুক, পিতা-আবুল কাশেম এর মালিকানাধীন ”জহুরা নীড়” নামীয় টিনের চৌচালা ঘরের উত্তর পাশের রুমে
অভিযান পরিচালনা করে পুলিশ সাক্ষীদের উপস্থিতিতে আসামীর ভাড়াকৃত বাসায় তল্লাশী অভিযান পরিচালনা করে (ক) ০১(এক) টি কালো রংয়ের রিভলবার, যার বাট কালো কসট্যাপে প্যাচানো এবং ডলফিন নামীয় দিয়াশলাই ম্যাচের ভিতর রক্ষিত এক রাউন্ড গুলি যাহার পিছনে 7.65mm লেখা, (খ) একটি কালো রংয়ের ক্র্যাচার, যার দৈর্ঘ্য ৩৯(উনচল্লিশ) ইঞ্চি এবং নিচের দিকের প্লাস্টিকের অংশ ভাঙ্গা, (গ) ০১(এক) টি পাইপ(স্টিল) এর হাতলযুক্ত তলোয়ার, যার মোট দৈর্ঘ্য ৩৭(সাতত্রিশ) ইঞ্চি। (ঘ) কাপড় দিয়ে মোড়ানো এবং কালো কসট্যাপ দিয়ে প্যাচানো হাতলযুক্ত ০১(এক) টি স্টিলের তলোয়ার, যার মোট দৈর্ঘ্য ৩৬(ছত্রিশ) ইঞ্চি। (ঙ) ০১(এক) টি স্টিলের পাইপ এর হাতলযুক্ত রাম দা, যার মোট দৈর্ঘ্য ৩৩(তেত্রিশ) ইঞ্চি এবং হাতল দড়ি ও কালো কসট্যাপে মোড়ানো। (চ) ০১(এক) টি উভয়পাশ ধারালো কাপড় ও কালো কসট্যাপে মোড়ানো হাতলযুক্ত ড্রেগার, যার হাতলসহ মোট দৈর্ঘ্য ৩৩(তেত্রিশ) ইঞ্চি। (ছ) ০১(এক) টি স্টিলের হাতলযুক্ত রাম দা, যার হাতল সহ মোট দৈর্ঘ্য ৩২(বত্রিশ) ইঞ্চি এবং হাতল দড়ি ও কালো কসট্যাপে প্যাচানো। (জ) ০১(এক) টি কাঠের হাতলযুক্ত রাম দা, যাহার হাতল সহ মোট দৈর্ঘ্য ৩৬(ছত্রিশ) ইঞ্চি। (ঝ) ০২(দুই) টি স্টিলের পাত যেগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ২৪(চব্বিশ) ও ২৪.৫(সাড়ে চব্বিশ) ইঞ্চি। (ঞ)১ ০এক) টি স্টিলের হাতলযুক্ত স্টিলের পাত যাহার মোট দৈর্ঘ্য ২৭(সাতাশ) ইঞ্চি। (ট) ০১(এক) টি ০৪(চার) ইঞ্চি বেড়ের স্টিলের পাইপ যাহার একপাশে কালো কসট্যাপ দ্বারা প্যাচানো। (ঠ) ০১(এক) টি কালো কসট্যাপে মোড়ানো হাতলযুক্ত স্টিলের ড্রেগার যার হাতলসহ মোট দৈর্ঘ্য ১৯(উনিশ) ইঞ্চি এবং ড্রেগারের নিচের দিকে উভয়পাশে খাঁজ কাটা। (ড) ০১(এক) টি হাতল ছাড়া দাও, যার মোট দৈর্ঘ্য ২০(বিশ) ইঞ্চি। (ঢ) ০১(এক) টি প্লাস্টিকের হাতলযুক্ত একপাশে খাজ কাটা চাকু যাহার হাতল সহ হাতল সহ মোট দৈর্ঘ্য ১২(বারো) ইঞ্চি। (ণ) ০১(এক) টি প্লাস্টিকের হাতলযুক্ত চাইনিজ কুড়াল, যাহার হাতলসহ মোট দৈর্ঘ্য ১৩.৫(সাড়ে তেরো) ইঞ্চি। (ত) ০১(এক) টি স্টিলের পাইপ এর হাতলযুক্ত হাতে বানানো চাইনিজ কুড়াল যার মোট দৈর্ঘ্য ১৩.৫(সাড়ে তেরো) ইঞ্চি। (থ) ০১(এক) টি স্টিলের বাকানো চাকু, যার বাটে চিকন রোহা জ্বালা দিয়ে লাগানো, যার মোট দৈর্ঘ্য ১৪(চৌদ্দ) ইঞ্চি। (দ) স্টিলের তৈরী হাতল সহ ৮.৫(সাড়ে আট) ইঞ্চি সাইজ এর ০২(দুই) টি চাকু যেগুরোর একটির হাতল কালো কসট্যাপে মোড়ানো। (ধ) স্টিলের তৈরী হাতলযুক্ত ০৮(আট) ইঞ্চি সাইজ এর ০২(দুই) টি চাকু যেগূলোর হাতল কসট্যাপে মোড়ানো। (ন) ০২(দুই) টি স্টিলের হাতল যেগূলোর দৈর্ঘ্য ১০(দশ) ইঞ্চি করে। (প) CROCDOILE BRAND এর একটি করাত যার হাতল কাঠের তৈরীফ) XPART ব্র্যান্ড এর একটি গ্লান্ডিং মেশিন। (ব) ০১(এক) টি হাতুরী। (ভ) ০১(এক) টি TSTOP ব্র্যান্ড এর কম্বিনেশন প্রিয়ারস। (ম) তাকবীর উদ্দিন রকিব নামীয় একটি পোস্টার যাহাতে তাহার পদবী গুরুদয়াল সরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক লেখা ইত্যাদি ১৮ অক্টোবর ২০২৩ খ্রি: ০১:২০ ঘটিকায় পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে জব্দ তালিকা মূলে জব্দ করে। এ সময় আসামি ছাত্রদল নেতা (গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদল শাখার আহবায়ক) তাকবীর উদ্দিন রকিব বাসা থেকে কৌশলে পালিয়ে যায়।
এই বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ দাউদ জানান, বাসার গেটে নক করলে ভেতর থেকে আলো নিভিয়ে দেওয়া হয়। পুলিশ সদস্যরা উচু দেয়াল টপকে ভেতরে যাওয়ার আগেই সবাই পেছন দিক দিয়ে পালিয়ে যায়। বাসায় কতজন অবস্থান তা নিশ্চিত করে জানা যায়নি।
এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি। পালিয়ে যাওয়া সবাইকে আটকের জন্য পুলিশ অভিযান চালাবে।