রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা এডভোকেট কাজেম উদ্দিন আহমেদ এর দাফন সম্পন্ন হয়েছে।সোমবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ সংলগ্ন কবরস্থনে তাকে দাফন করা হয়।
মুক্তিযোদ্ধা এডভোকেট কাজেম উদ্দিন আহমেদের দাফনের আগে দিনাজপুর পুলিশ লাইন ও থানা পুলিশের সমন্বয়ে একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফেউল আলম,থানা অফিসার ইনচার্জ আবু হাসান কবির,পৌর মেয়র আঃসাত্তার মিলন,ফুলবাড়ি পৌর মেয়র মাহমুদ আলম লিটন,দিনাজপুর বার এসোসিয়েশনের সাঃসম্পাদক তৌহিদুল ইসলাম সরকার,এডভোকেট দোলোয়ার হোসেন,এডভোকেট মজিবর রহমান,এডভোকেট আজিজার রহমান,৪নং ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভূট্ট সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ ঢাকাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা জান।পরদিন সকাল ১০টায় তাঁর মরদেহ দিনাজপুরে নেওয়া হলে দিনাজপুর কোর্ট প্রাঙ্গনে ১ম জানাযার নামাজ এবং ২য় জানাযার নামাজ গ্রামের বাড়ি ঘোড়াঘাটে সম্পন্ন হয়।
মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর।