২৪-শে অক্টোবর মঙ্গলবার গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের কত্তিকূড়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে যান বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাই কোর্ট ডিভিশনের বিচারপতি- মুহাম্মদ_খুরশীদ_আলম_সরকার
এসময় তিনি মাদ্রাসা ও এতিমখানার বাচ্চাদের সাথে নিয়ে মোনাজাতে অংশ নেন।
বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার নিজ উপজেলা ফুলছড়ি যখনেই আসেন ছুটে যান বিভিন্ন এলাকায়। কথা বলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে।
শুক্রবার হলেই জুম্মার নামাজ আদায় করেন সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ভিন্ন ভিন্ন মসজিদে নিজের পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন উপস্থিত মুসল্লীদের কাছে।
বিচারপতি’র সবসময় দুই উপজেলার মানুষের জন্য কল্যাণ মুলুক কাজ করার মতামত ব্যক্ত করেন।
ইতিমধ্যেই তিনি এলাকায় বেশি সংখ্যক মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা গুলোতে তার বাবা’র নামীয় ট্রাষ্ট থেকে অনুদান দিয়ে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার জন্মস্থান ফুলছড়ি উপজেলার পুরাতন ফুলছড়ি গজারিয়া’য়।
বন্যা এবং নদী ভাঙ্গনের কারনে ফুলছড়ি উদাখালি ইউনিয়নের কালিরবাজার পুর্ব ছালুুয়া গ্রামে তার গাবগাছি হাউজ নামে একটি বাড়ি তৈরি করেন,
ঢাকা থেকে ছুটিতে আসলে তিনি এখানে পরিবার নিয়ে বসবাস করেন।
তিনি এলাকায় আসলে তার গাবগাছি হাউজে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
এবিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলে জানা যায় তিনি একজন দানশীল ব্যক্তি, বড় মনের অধিকারী, তার চিন্তা দুই উপজেলার মানুষের কল্যাণে নিজেকে নিয়জিত রাখতে চান সবসময়।
স্থানীয়’রা আরও বলেন তার শশুর জাতীয় সংসদের ডেপুটি স্পীকার বীর-মুক্তিযোদ্ধা এ্যাড ফজলে রাব্বী মিয়া, রাজনৈতিক ভাবে তিনি ছিলেন
উত্তর জনপদের প্রিয় ব্যক্তি, এলাকায় ছিলো তার ব্যাপক জনপ্রিয়তা গত ২২-শে জুলাই ২০২২ সালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান। রেখে যান হাজার হাজার ভক্ত, সেই চাপ সামলাতে অনেক সময় মাসে দুই বারও আসতে হয় নিজ জন্মস্থানে। ইতিমধ্যেই তার স্ত্রী ডেপুটি স্পীকার কন্যা ফারাজনা রাব্বী বুবলী ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ অলঙ্কিত করেছেন, পেয়েছেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য পদ। পাশাপাশি বিচারপতি স্ত্রী ফারজানা রাব্বী বুবলী তার বাবা’র দীর্ঘ দিনের রাজনৈতিক খ্যাতি ধরে রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে সাঘাটা-ফুলছড়ি গাইবান্ধা ৫ আসনের প্রতিটি মানুষের কাছে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরতে চালাচ্ছেন প্রচারণা।
আমরা এলাকার মানুষের সাথে কথা বলে দেখেছি এবং জানতে পেরেছি বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের স্ত্রী ফারজানা রাব্বী বুবলী গাইবান্ধা -৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে জনপ্রিয়তায় সবার থেকে এগিয়ে আছেন।
এসব কারণে সাধারণ মানুষের ভীড় সবসময় লেগেই থাকে।