র্যাবের অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার।
জয়পুরহাটের সদর থানার হিচমি মোড় এলাকা থেকে র্যাবের বিশেষ অভিযানে সোমবার দিনগত রাত পৌনে ৮ টার মদিকে চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলার অন্যতম আসামী আব্দুর রাজ্জাক (৩৭) কে গ্রেফতার করেন র্যাব। গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক জয়পুরহাট জেলার কালাই থানার বিয়ালা গ্রামের ইসমাইল হোসেন এর ছেলে।
সত্যতা নিশ্চিত করে র্যাব জানায়, গত ১৯ জুন জয়পুরহাটের কালাই থানার দুধাইল গ্রামের মোঃ ওসমান আলীর ছেলে মোঃ সারোয়ার হোসেন বাসা থেকে বের হয়ে যাওয়ার পর দুইদিন ধরে তার আর কোন খোঁজ না পাওয়ার পর। গত ২১ জুন একই এলাকার জৈনক রতন চৌধুরীর জমির আইলের পাশে সারোয়ারের ক্ষত-বিক্ষত মৃতদেহ পাওয়া যায়। এ ব্যাপারে কালাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। কালাই থানা পুলিশ মামলাটির কোন সুরাহা করতে না পারায় মামলাটি সিআইডি’র কাছে হস্তান্তর করা হয়। এই মামলার পুলিশি তদন্তে অভিযুক্ত মোঃ রানা বাবু (৩১), মোঃ শামীম (২৮) এবং মোঃ আব্দুর রাজ্জাক (৩৭) এর নাম উঠে আসে। আব্দুর রাজ্জাক (৩৭) এই মামলার অন্যতম অভিযুক্ত এবং সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
পরবর্তীতে তথ্য প্রযুক্তির সাহায্যে দীর্ঘদিন ধরে পলাতক প্রধান অভিযুক্ত মোঃ আব্দুর রাজ্জাকের অবস্থান সনাক্ত করে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে তাকে গ্রেফতার করেন।
পরবর্তীতে তাকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সিআইডি কার্যালয় জয়পুরহাটে জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।