সাভারের আশুলিয়া একটি শিল্পাঞ্চল এলাকা হিসাবে পরিচিত, এখানে বাংলাদেশের ৬৪ জেলার মানুষ জীবিকার তাগিদে কর্মজীবনে ব্যস্ত থাকেন। বেশিরভাগ শ্রমিকই এখানকার ভোটার। তাদের দাবি এমন একজন সৎ ও যোগ্য ব্যক্তি চেয়ারম্যান হোক যার কাছে গেলে তারা সব সময় সুযোগ-সুবিধা পাবে। বিভিন্ন ফ্যাক্টরিতে তাদেরকে কিছু হতে না হতেই ফ্যাক্টরি থেকে বের করে দেয়া সেগুলো থেকে রক্ষা করবে।
সাধারণ শ্রমিকরা বলেছেন, সুমন আহমেদ ভূঁইয়া যদি ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান হয় তাহলে তার কাছে বিভিন্ন দাবী দেওয়ার কথা বলতে পারবে। আর তার কাছে গেলে কোন মাধ্যম হয়ে যেতে হয় না, তাই তাকে উপ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।
এ বিষয়ে সুমন আহমেদ ভূইয়া বলেন, আমি দল থেকে কিছু পাওয়ার আশায় রাজনীতি করি না। আমি বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শকে ভালোবেসে রাজনীতিতে যোগ দিয়েছে। আমি দলকে যেমন ভালোবাসি তেমনি তৃণমূল নেতা কর্মীরাও আমাকে ভালোবাসে। নেতাকর্মীদের ইচ্ছা আমি জনপ্রতিনিধি হিসেবে তাদের সামনে থাকি। জনগণের স্বপ্নকে স্বার্থক করতে আমি নির্বাচন করবো।
চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি কি করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ভালোবেসে ও তার চেতনা বুকে ধারণ করে নিরলস পরিশ্রমের মাধ্যমে মুক্তিযোদ্ধের স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগকে আরও শক্তিশালি করার লক্ষ্যে কাজ করবো, সেই সাথে যেখানেই বিএনপি-জামায়াতসহ স্বাধীনতার বিরোধী শক্তি বাধা হয়ে দাড়াবে, সেখান থেকেই প্রতিরোধ ও প্রতিবাদ গড়ে তুলবো।
এ সময় তিনি আরও বলেন, এলাকার সন্ত্রাসী, চাঁদাবাজী ও মাদক ব্যবসা সহ সকল ধরনের অপরাধ নির্মূল করতে ইউপি সদস্য, নেতাকর্মী সহ এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ করে যাবো। এছাড়াও সমাজের মৌলিক সমস্যা নিরসনে সকলকে সাথে নিয়ে কাজ করবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যতদিন চান আমি ততদিন রাজনীতি করে যাবো। উনার হাতকে শক্তিশালী করার জন্য, সাভার উপজেলাসহ শিল্পাঞ্চল আশুলিয়ার ইয়ারপুরকে একটি সচ্ছ সুন্দর মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তরিত করার লক্ষে কাজ করবো।