ঢাকার গণসমাবেশকে সামনে রেখে চলমান রাজনৈতিক উত্তাপের মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ঘটেছে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বিএনপি কার্যালয়ের সামনে দুদিন ধরে নেতাকর্মীরা জড়ো হতে থাকে আগামী ১০ ডিসেম্বরে সমাবেশকে ঘিরে,নেতাকর্মীদের লোকসমাগম বেশি হওয়ায় এক পাশের রাস্তা বন্ধ হয়ে ওপারের রাস্তা প্রায় বন্ধ হওয়ার উপক্রম,এমতঅবস্থায় কোনোভাবেই জনগণের যাতে কোনো ধরনের জনদুর্ভোগ না হয় সেজন্য কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নেয়।১০ ই ডিসেম্বর বিএনপির নয়াপল্টনে সমাবেশ করার অনুমোদন পাবে কিনা তা এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পুলিশের পক্ষ থেকে আসেনি, তার জন্য পল্টন অফিসের সামনে বিভিন্ন জেলা থেকে পরিবহন ধর্মঘটের শঙ্কায় আগে থেকেই নেতাকর্মীরা জড়ো হতে থাকেন,পুলিশ নেতাকর্মীদের রাস্তা খালি করতে বললে এক পর্যায়ে নেতাকর্মীদের সাথে পুলিশের কথাকাটাকাটি হয় পুলিশের কথা তারা না শুনলে নেতাকর্মীদের লাঠিচার্জ করা হয় এবং টিয়ারশেল মেরে ছত্রভঙ্গ করে দেয়া হয় বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশের টিয়ারশেল মারার বিপরীতে বিএনপি নেতা কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে, এতে অনেক পুলিশ সদস্য আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন, অন্যদিকে বিএনপির সূএ থেকে জানা গেছে বিএনপির অনেক নেতা কর্মী আহত হয়েছেন অনেককে হসপিটালে ভর্তি করা হয়েছে।বিএনপি সূত্র থেকে জানা গেছে এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরমধ্যে আমানউল্লাহ আমান শিমুল বিশ্বাস আব্দুল কাদের ভূইয়া জুয়েল,আব্দুস সালাম আরো অনেক নেতাকর্মীদের
বিএনপি কার্যালয়ের সামনে থেকে,গ্রেপ্তার করা হয়েছে,বিএনপি কার্যালয় তথা নয়াপল্টন এলাকা পুরোপুরি এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে,থমথমে অবস্থা বিরাজ করছে রাজধানীর নয়াপল্টনে এলাকা।তবে বিএনপি এখনো অনড় তারা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই১০ তারিখে সমাবেশ করবে।
দৈনিক দেশ বাংলা প্রতিদিন/এ,এম,সারোয়ার জাহান,