মেহেদী হাসান, গাইবান্ধা প্রতিনিধি:
শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় বিএনপির মহাসমাবেশ চলাকালে পুলিশ সদস্য পারভেজকে হত্যার সাথে জড়িত শিন্টা শামীমকে গ্রেফতার করা হয়েছে।
২৮শে অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ সদস্য পারভেজ হতার সাথে জড়িতদের ছবি ও ভিডিও দেখে সনাক্ত করে গাইবান্ধার পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শামিম রেজা ওরফে শিন্টা শামীম কে আজ ২৯ অক্টোবর রবিবার সকালে পলাশবাড়ী খাদ্য গুদামের সামনে থেকে আটক করে পলাশবাড়ী থানা পুলিশ।
আটককৃত শামিম রেজা ওরফে শিন্টা শামীম পলাশবাড়ী পৌর এলাকার জামালপুর গ্রামের দুদু মিয়ার ছেলে।
এবিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ি থানার অফিসার ইনর্চাজ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, আটককৃত শামিম রেজা ওরফে শিন্টা শামীম পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক। সে ঢাকার পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত তাকে ঢাকায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার পুলিশ কর্মকর্তা।