বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ও সাবেক মেয়র ও মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গোয়েন্দা পুলিশের সদস্যরা আটক করেছে।বিএনপি নেতা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে শাজাহানপুরের বাসা থেকে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উত্তরার বাসা থেকে পুলিশ আটক করেছে। গতকাল বিএনপি’র নেতারা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে বৈঠক শেষ করে বের হয়ে আসার কয়েক ঘন্টাপর শীর্ষ দুই নেতার আটকের খবর এলো। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের হামলা ও গ্রেফতারের নিন্দা জানিয়েছেন। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এক বিবৃতিতে
জানিয়েছেন,বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা ও ভয়ভীতি দেখানোর খবরে আমরা খুবই উদ্বিগ্ন, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা ও সহিংসতা হয়রানি,ভয়-ভীতি দেখানো থেকে বিরত থাকার জন্য আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি।আগামীকাল ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশ, ঠিক তার একদিন আগেই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আটক হলেন ।
দৈনিক দেশ বাংলা প্রতিদিন/এ,এম,সারোয়ার জাহান