নভেল চৌধুরী, রংপুর প্রতিনিধি: রংপুরে আজ থেকে শুরু হলো ৩ দিন ব্যাপী জেলা ইজতেমা। নগরীর স্টেশন রোডস্থ আরডিসিসিএস মাঠে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে এ ইজতেমার কার্যক্রম শুরু হয়। যা শনিবার দুপুর ১২টার মধ্যে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে। ইজতেমা সফল করতে সকল ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন ইজতেমা মাঠের ৪নং হালকার দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম।
তিনি জানান, গতকাল বুধবার বিকেল থেকে মুসল্লীরা আসা শুরু করেছেন। এতে রংপুর জেলার ৮ উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকার ৩৩টি ওয়ার্ডের প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লী অংশ নিয়েছেন। ইজতেমায় বিশুদ্ধ পানি সরবরাহ, পর্যাপ্ত শৌচাগার, অস্থায়ী গোসলখানা নির্মাণ করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের সহযোগিতায় মাঠ সংস্কার করা হয়েছে। এছাড়া ইজতেমায় নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবীরা কাজ করছেন।। নিরাপত্তায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, ইজতেমায় আসা মুসল্লীদের নিরাপত্তা দিতে পুলিশ কাজ করছে।