দেশীয় চোলাই মদ তৈরীর কারখানায় র্যাবের অভিযানে ১ হাজার ৩শ’ ৫ লিটার চোলাই মদ উদ্ধার সহ হাতেনাতে ২ যুবক আটক।
জয়পুরহাট সদর থানার ভাদশা ইউপির ইসাহাকপুর গ্রামে অভিযান পরিচালনা করে ১ হাজার ৩শ’ ৫ লিটার চোলাই মদ সহ জানকি কর্মকার (৩৯) ও লিটন কর্মকার (২৫) নামের মাদক কারবারি দু’ যুবককে গ্রেফতার করেছে র্যাব।
সত্যতা নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে শনিবার পূর্বরাত সোয়া ৬টার দিকে জেলার সদর থানার ইসাহাকপুর গ্রামের মৃত উপেন কর্মকারের ছেলে শ্রী জানকি কর্মকার ও একই গ্রামের মৃত হরিদাশ কর্মকারের ছেলে শ্রী লিটন কর্মকারকে উপরোক্ত বিপুল পরিমান (১ হাজার ৩শ’ ৫ লিটার) চোলাই মদ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় চোলাই মদ অবৈধ ভাবে উৎপাদন করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদক সেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে শিকার করেছেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করে শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।