ঢাকা: জনসভার স্থান গোলাপবাগ মাঠ হলেও তা কমলাপুর স্টেডিয়াম (টিটিপাড়া) পর্যন্ত পৌঁছেছে। শনিবার সকাল ৮টা থেকে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা সেখানে সড়কের দু’পাশে অবস্থান নিয়ে স্লোগান দেওয়া শুরু করেন।
এ সময় খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীদের জনস্রোত জনসভার দিকে ছুটে যেতে দেখা যায়। তাদের হাতে রয়েছে খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমান ও ধানের শীষের ছবি। স্লোগানে মুখর চারিদিক।
ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদকে হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাকের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী একটি মিছিল নিয়ে গোপীবাগের দিক থেকে মুগদার দিকে ঢুকলে ইত্তেফাক পূর্ব মোড় পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যায়। আজকের সমাবেশ থেকে ১০দফা ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ০১/১৯৯৬ সালের সংবিধানের সংযোজিত ধারা ৫৮ খ,গ,ঘ,এর আলোকে দল নিরপেক্ষ একটি অন্তর্বর্তীকালীন ও তত্বাবধায়ক সরকার গঠন করতে হবে,
০২/নির্বাচনকালীন দল নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার, বর্তমান অবৈধ নির্বাচন কমিশন বাতিল করে, সবার কাছে গ্রহণযোগ্য একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে,এই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনী পূর্বশর্ত হিসেবে লেভেল প্লেইংফিল্ড নিশ্চিত করার লক্ষ্যে আরপিও সংশোধন ইভিএম পদ্ধতি বাতিল ও পেপার ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা নিশ্চিত করবে,
০৩/ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রসাশন ও বিচার বিভাগকে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের উপযোগী করার লক্ষ্যে সরকারি হস্তক্ষেপ পরিহার করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে,
০৪/ গত ১৫ বছরে গুমের শিকার সব নাগরিককে উদ্ধার করতে হবে, এবং বিচারবহির্ভূত হত্যা রাষ্ট্রীয় নির্যাতনের প্রতিটি ঘটনার সঠিক আইনের মাধ্যমে বিচারের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে,
০৫/ বিগত ১৫ বছরে বিদেশে অর্থপাচার ব্যাংকিং খাত আর্থিক খাত বিদ্যুৎ জ্বালানি খাত রাষ্ট্রীয় দুর্নীতি চিহ্নিত করার লক্ষ্যে একটি কমিশন গঠন করতে হবে।
০৬/ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারকে সিন্ডিকেট মুক্ত করতে হবে।
০৭/ বিদ্যুৎ জ্বালানি গ্যাস সার পানি সহ জনসেবার খাতগুলো মূল্যবৃদ্ধির গণবিরোধী সরকারি সিদ্ধান্ত বাতিল করতে হবে, দেশের মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে,
০৮/ ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ সন্ত্রাস দমন আইন ২০০৯, এবং বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সহ মৌলিক মানবাধিকার হরণকারী সব কালো আইন বাতিল করতে হবে।
০৯/ খালেদা জিয়াসহ বিরোধীদলীয় নেতা-কর্মী মানবাধিকার কর্মী ও সাংবাদিক আলেমদের মিথ্যা মামলার সাজা সহ সব বাতিল করতে হবে।গণতন্ত্রিক দেশে মানুষের গণতান্ত্রিক মৌলিক অধিকার সভা সমাবেশ করতে কোনো বাধা দেয়া যাবেনা।
১০/ বর্তমান অবৈধ জাতীয় সংসদ বিলুপ্ত করে ভোটারবিহীন গণতন্ত্র হরণকারী ক্ষমতাসীন এই সরকারকে পদত্যাগ করতে হবে,,,
এই দশ দফা ঘোষণার পাশাপাশি আজকের সমাবেশে বিএনপি নতুন এক চমক দেখালো সংসদের সাত এমপির পদত্যাগ ঘোষণার মাধ্যমে,
সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় সংসদের সকল এমপিরা, আরো কেন্দ্রীয় ও ঢাকা স্থানীয় নেতারা ভাষণ দেন, সমাবেশ সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।