সুনামগঞ্জে সারা দেশে বি এন পি ও জামাত শিবিরের জ্বালাও পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে । শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যরিষ্টার এম এনামুল কবির ইমন এর নেতৃত্বে জেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিলটি শহিদ মিনারের সামনে এসে ভিক্ষুব ও প্রতিবাদ সভা করে।
এ প্রতিবাদ সভায় বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এনামুল কবির ইমন, যুগ্ন সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, তাছাড়া ছাত্রলীগ,যুবলীগ ও সহযোগি সংগঠনের নেতারা বক্তব্য দেন।