১০ ডিসেম্বর ২০২২ রোজ শনিবার বিকাল তিন ঘটিকায়।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নুরবাগ চত্বরে বলেন বিএনপি জামাতের নৈরাজ্য সন্ত্রাসী ষড়যন্ত্রমুলক নাশকতার প্রতিবাদে নওয়াপাড়া পৌর আওয়ামী লীগ অভয়নগর জাতীয় শ্রমিক লীগ ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন অভয়নগর পৌর আওয়ামী লীগের নেতা কর্মী সহ অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সকল তৃণমূল পর্যায়ের নেতা ও কর্মী। তাদের দাবী বাংলাদেশের বর্তমান যে শান্তি শৃংখলা রয়েছে সেটা যেনো জননেত্রি শেখ হাসিনার হাত ধরে অব্যাহত থাকে। তারা বলেন বিএনপি জামাত একটি সন্ত্রাসী সংগঠন তারা যদি কোন প্রকার মিছিল মিটিং করতে চায় কোন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে চায়, বাংলাদেশ আওয়ামীলীগ তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবে।