
আহসান হাবীব নাহিদ
সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি /
গাইবান্ধার সাদুল্লাপুরে শিমুল মিয়া (১৫) নামের এক কিশোরের বিষ পানে আত্নহত্যা করেছে।
৯ নভেম্বর দিবাগত রাতে উপজেলার জামালপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামে এঘটনা ঘটে।
নিহত শিমুল মিয়া ওই গ্রামের ইসলাম শেখ এর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শিমূল গত রাতে অজ্ঞাত কারণে বিষ পান করে।
স্বজনরা বিষয়টি টের পেয়ে তাকে রাতেই সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরে ১০ নভেম্বর শুক্রবার সকালে খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবং ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে।
এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।