সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের হাজীপুর গ্রামের বাসিন্দা আজিজ মিয়ার ছেলে নিয়ামুল (২০) নামে এক যুবক শনিবার সকালে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,নিখোঁজ নিয়ামুল শনিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে তার ছোট ভাই আল আমিন (১০) কে সাথে নিয়ে বাড়ির পাশে বৌলাই নদীতে গোসল করতে পানিতে নামে গোসল করার জন্য পানিতে ডুব দেওয়ার পর আর সে ভেসে উঠেনি । তাকে আর দেখতে না পেয়ে তার ছোট ভাই আল আমিন বাড়িতে গিয়ে সবাইকে এমন খবর জানালে তাদের বাড়ির লোকজন প্রতিবেশীদের নিয়ে অনেক খোঁজা খুঁজি করেও নিয়ামুলের কোনো সন্ধান না পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশকে বিষয়টি অবগত করেন ।
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীমা সুলতানা দিপা বলেন আমি নিখোঁজের খবর পেয়ে দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে যাই এবং জাল দিয়ে নদীতে অনেক খোঁজা খুঁজি করে কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি , আজ বেলা না থাকায় আগামী কাল রবিবার সকাল ৭টা থেকে ডুবুরী দল উদ্ধার কাজে তাদের অভিযান শুরু করবে ।